রাজনৈতিকভাবে
মোকাবিলা- রাজনৈতিকভাবে মোকাবিলা করার অর্থ হলো-
কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে শক্তিশালী সংগঠন তৈরি করা, বা নিজস্ব রাজনৈতিক দল
তৈরি করে তার মজবুত সংগঠন তৈরি করা, অথবা নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে অত্যাচারী
রাজনৈতিক দলের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনবিরোধী নীতিগুলির প্রতিবাদ করা | কিন্তু অত্যাচারী শাসক
দল যদি পুলিশি সন্ত্রাস, ক্যাডার বাহিনী, এবং দলের আশ্রিত গুন্ডা এবং সমাজবিরোধীদের
নিয়ে- আপনার কন্ঠ স্তব্ধ করে, আপনার দলের কর্মীদের উপর অত্যাচার করে এবং সর্বোপরি
সংগঠন ভেঙে ফেলে- তবে তার প্রতিবাদ অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে
করুন এবং অত্যাচারী সরকারকে রুখে দিন |
নিম্নে এই তিনটি বিষয়ের
উপর গভীরভাবে আলোকপাত করা হলো
অর্থনৈতিক প্রতিবাদ
ও
প্রতিরোধ- প্রথমে অর্থনৈতিক অসহযোগিতা শুরু করুন
| এক্ষেত্রে আপনার লক্ষ্য হওয়া উচিত সরকারি লাভজনক সংস্থা যেগুলির আমাদের স্বাভাবিক
জীবনের উপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলছে | এক্ষেত্রে প্রথমেই যা মনে পড়ে তা হলো তামাক
এবং মাদকজাত দ্রব্য | এগুলি আমাদের এক্কেবারে বর্জন করতে হবে | তাছাড়া সমাজে বিভিন্ন
রকম সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করতে হবে | Drug abuse and addiction এর উপরে
নিয়মিত বিভিন্ন রকমের Campaign করতে হবে যাতে করে সাধারণ মানুষের মধ্যে এগুলোর ব্যাপারে
সচেতনতা তৈরি হয় | নেশাগ্রস্ত ব্যক্তিদের নিয়মিত উদ্যোগ নিয়ে নেশা মুক্তি কেন্দ্রে
নিয়ে যেতে হবে | মাদকাসক্ত ব্যক্তিদের ড্রাগের সর্বনাশা এবং ভয়াবহ দিকগুলি কথা উল্লেখ
করে বোঝাতে হবে | এভাবে আপনি যেমন সমাজে কল্যাণকর
কাজ করছেন তেমনই একইভাবে সরকারের আবগারি দপ্তর থেকে উদ্ভূত আয়ের পরিমাণ কমাচ্ছেন এবং
সরকারকে একরকম অর্থনৈতিক অসহযোগিতা করছেন |
তাছাড়াও আপনি লোটারি (Lottery) এবং gambling addiction এর উপরও বিভিন্ন সচেতনতামূলক
অনুষ্ঠানের আয়োজন করতে পারেন | এর ফলে gambling এবং লটারির উপর মানুষের আগ্রহ ও আকর্ষণ
কমবে এবং এবং দুর্নীতিগ্রস্ত সরকারের আয় কমবে | এখানেও আপনি মানবহিতৈষী এবং দুর্নীতিগ্রস্ত
সরকার বিরোধী অভিযান চালু রাখলেন |
তাছাড়া
অর্থনৈতিক অবরোধ করার জন্য প্রাচীন বিনিময় প্রথাকে ফিরিয়ে আনতে পারেন | এক্ষেত্রে
আপনার বিনিময় বা ট্রানজেকশন কারোর নজরে আসবে না | আরো বিশদে বলতে গেলে আপনার কাছে
যে জিনিস আছে তা অন্যদের দিন, বিনিময়ে অন্যের কাছ থেকে আপনার যে জিনিসের প্রয়োজন
তা সংগ্রহ করুন- কোনরকম অর্থনৈতিক লেনদেন ছাড়া | তাছাড়া অন্যান্য খরচ যেমন ইলেকট্রিক
বিল, টেলিফোন বিল যতটা সম্ভব কম করা যায় তার চেষ্টা করুন | সচেতন থাকুন বিভিন্ন রকমের
ফাইন যেমন ট্রাফিক ফাইন, টোল ট্যাক্স, মালপত্র পরিবহনের ফাইন এবং অন্যান্য উপায় যেগুলি
থেকে অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত সরকারের অর্থ উপার্জন করে |
সামাজিক সচেতনতা
আপনি
যে অঞ্চলে বসবাস করেন বা যতটা অঞ্চল পর্যন্ত আপনি প্রভাব বিস্তার করতে পারবেন সেখানকার
মানব সম্পদকে (sampling) স্যাম্পলিং এর মাধ্যমে কয়েকটি ক্লাস (Class) এবং ক্লাস্টারে
(Cluster) ভেঙে ফেলুন | এক্ষেত্রে আপনি বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, জীবন যাত্রার
মান এবং অর্থনৈতিক অবস্থাকে মাপকাঠি করতে পারেন | আপনি নিঃসন্দেহে কতগুলি Class,
Cluster এবং Peer Group- এ গ্রুপে ভেঙে ফেলতে পারেন ওই অঞ্চলের সমগ্র মানব সম্পদকে
| এরপর বিভিন্ন কমিউনিটি রিলেশন (community relation এবং সোশ্যাল রেস্পন্সিবিলিটি (Social Responsibility)
প্রোগ্রামের মাধ্যমে আপনি তাদের ঘনিষ্ঠ হতে পারেন এবং তাদেরকে আপনার মন্ত্রে ও ভাবধারায়
উদ্বুদ্ধ করে ফেলতে পারেন | প্রত্যেক Class, Cluster এবং Peer Group এর জন্য আপনি নেতা
বা Opinion Leader তৈরি করতে পারেন এবং আপনার
মেসেজ কে দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য, জনমত গঠনের জন্য, ভালো communication (যোগাযোগ) এবং coordination (সমন্বয়) এর জন্য আপনি
এদের ব্যবহার করতে পারবেন | এদের মাধ্যমে আপনি ওই অঞ্চলের সমগ্র এবং এবং প্রত্যেকটি
মানুষকে সরকারের দুর্নীতি, জনবিরোধী নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সতর্ক ও সরব করে তুলতে
পারবেন |
সাংস্কৃতিক সচেতনতা
বিভিন্ন রকমের সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলিতে লোকশিক্ষা ও জনমত তৈরি হয় তার আয়োজন করুন | যাত্রা, থিয়েটার, নাটক, নাটিকা ইত্যাদির মাধ্যমে কুইনাইন কে sugar coating করে উপস্থাপন করুন | এই সাংস্কৃতিক অনুষ্ঠান গুলির মধ্য দিয়ে দিয়ে জনগণকে দুর্নীতিগ্রস্ত সরকারের দুর্নীতি, জনবিরোধী নীতি এবং সস্তা ভোটের রাজনীতির বিরুদ্ধে অবগত ও সচেতন করুন এবং প্রতিবাদী করে তুলুন | এভাবে আপনি Informed people থেকে knowledge people এবং aware people তৈরি করতে পারবেন যা কিনা good voter হিসাবে informed decision নিতে সাহায্য করবে এবং নতুন স্বচ্ছ সরকার গঠনে সহায়তা করবে |
Written by
Suman Jalal
Founder-Creative Web Design Experts & Freelance Content Writers in India
No comments:
Post a Comment