Wednesday 17 July 2024

What Does a Freelance Content Writer Do?

Before we start writing on- “What does a freelance content writer do?”, we need to know what a freelance content writer is.

What is a freelance content writer?

The term "Freelance content writer" includes two distinct parts in it- "Freelance" and "content writer".  "Freelance" means selling services by an hour or hours, a day or days or per job. A content writer refers to someone who writes or develops content for various publications, digital media, and traditional channels. Therefore, a freelance content writer is an individual or a person who writes content for blogs, articles, websites, white papers, press releases, product descriptions, emails, business proposals, newsletters, academic courses, social media platforms, etc.   

Unlike full-time or part-time employees, freelance content writers are self-employed writers cum contractors who bid, engage and communicate with clients online or offline to get content writing projects from them and coordinate with them until delivery and later.

Freelance writers can work for multiple clients belonging to various industries and different business verticals.   

What are other popular terms related to content writers?

Other popular terms related to content writers are content developers, digital writers, bloggers, copywriters, SEO writers, academic writers, SEO content writers, web content writers or website content developers, web writers, wordsmiths, etc.

Content writers can write, publish and distribute content through various digital and traditional channels to boost their popularity. Digital writing can target to rank a website, improve traffic, enhance website visibility, increase conversion rate, create brand awareness, and market and sell products and services over the internet. It engages audiences online and brings them closer to a brand or business.

Types of SEO content writing?

SEO content can be divided into off-page and on-page content like off-page and on-page SEO activities.

On-page SEO content

On page SEO content includes texts on web pages and writings of Meta titles, Meta descriptions, Meta keywords, etc. Besides, it can practice other SEO activities like long-tailed keyword formations, parallel key-phrase writing, etc. 

Off-page SEO content

Off page SEO content includes the writing activities done and posted outside of a website to increase its visibility, improve traffic and bring its ranking on the SERPs of major search engines with popular keywords, search terms, parallel search terms, and relevant and related words, information, products, and services. Articles, blogs, press releases, emails, product descriptions, SMS writings, and many activities like these undergo this category.

SEO content writers have good command and excellent skills. They know how to write high-quality content for the search market as well as the display market. 

Freelance content writers can include content marketing in his or her wide array.

What is content marketing?

Content marketing is a well-planned marketing approach focusing on creating unique and quality content and distributing it on various valuable and relevant channels, keeping pace with the target market and defined audience to attract and grab their attention and motivate them to take desired actions.    

What does a freelance writer do in reality?

Selects the right niche

He or she will select the right niche before proceeding to content writing and content marketing. Correct niche selection plays an important role in the indexing of a website, blog, portal or digital channel. 

Finds the best keywords related to your products, services, websites, blogs, portals or digital channels

He or she finds the best keywords, key phrases, relevant and related words, and parallel search terms to use in content.

Forms LSI keywords, long-tallied keywords, and key phrases to write high-quality content  

He can form long-tailed keywords and key phrases, dovetailing relevant and high search volume words related to a website, product or service.

Writes relevant and high-quality content    

Using those keywords, key phrases and relevant and related words in titles and subtitles, he or she will write unique, relevant and high-quality content that is search engine-friendly and user-friendly. While writing digital and SEO content, he or she must keep a close look at various factors like keyword density, keyword proximity, keyword prominence, keyword mapping and other activities related to readability index.

Edits content as per the needs of a client

He or she edits content if required, until a client likes it exactly  

Bids on various projects and communicates with clients

A freelance content writer acts as an independent contractor. He or she bids on many content writing and marketing projects. With the aid of various means like telemarketing, digital marketing, references and online bidding, he or she can generate genuine leads and turn the leads into his or her positive clients. After that, a content writer can communicate with the clients and act as a project coordinator to provide them with satisfactory services according to their needs. He or she looks after account and delivery and finally gets payment from them for delivering projects as per their (clients) requirements.

Handles and manages multiple projects

Proficient freelance content writers run offices and own teams to handle, manage, and deliver multiple projects on time or before time.         

Understands digital measurement metrics

An expert knows the digital measurement and engagement metrics of digital marketing.

Monday 15 July 2024

কিভাবে কোন দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়?

অত্যাচারী, স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকারের মোকাবিলা করা যায় বিভিন্নভাবে- বিভিন্ন dynamics-এ | বিভিন্ন উপায় গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো – রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক |

রাজনৈতিকভাবে মোকাবিলা- রাজনৈতিকভাবে মোকাবিলা করার অর্থ হলো- কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে শক্তিশালী সংগঠন তৈরি করা, বা নিজস্ব রাজনৈতিক দল তৈরি করে তার মজবুত সংগঠন তৈরি করা, অথবা নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে অত্যাচারী রাজনৈতিক দলের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনবিরোধী  নীতিগুলির প্রতিবাদ করা | কিন্তু অত্যাচারী শাসক দল যদি পুলিশি সন্ত্রাস, ক্যাডার বাহিনী, এবং দলের আশ্রিত গুন্ডা এবং সমাজবিরোধীদের নিয়ে- আপনার কন্ঠ স্তব্ধ করে, আপনার দলের কর্মীদের উপর অত্যাচার করে এবং সর্বোপরি সংগঠন ভেঙে ফেলে- তবে তার প্রতিবাদ অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে করুন এবং অত্যাচারী সরকারকে রুখে দিন |

নিম্নে এই তিনটি বিষয়ের উপর গভীরভাবে আলোকপাত করা হলো

অর্থনৈতিক প্রতিবাদ প্রতিরোধ- প্রথমে অর্থনৈতিক অসহযোগিতা শুরু করুন | এক্ষেত্রে আপনার লক্ষ্য হওয়া উচিত সরকারি লাভজনক সংস্থা যেগুলির আমাদের স্বাভাবিক জীবনের উপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলছে | এক্ষেত্রে প্রথমেই যা মনে পড়ে তা হলো তামাক এবং মাদকজাত দ্রব্য | এগুলি আমাদের এক্কেবারে বর্জন করতে হবে | তাছাড়া সমাজে বিভিন্ন রকম সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করতে হবে | Drug abuse and addiction এর উপরে নিয়মিত বিভিন্ন রকমের Campaign করতে হবে যাতে করে সাধারণ মানুষের মধ্যে এগুলোর ব্যাপারে সচেতনতা তৈরি হয় | নেশাগ্রস্ত ব্যক্তিদের নিয়মিত উদ্যোগ নিয়ে নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যেতে হবে | মাদকাসক্ত ব্যক্তিদের ড্রাগের সর্বনাশা এবং ভয়াবহ দিকগুলি কথা উল্লেখ করে বোঝাতে হবে  | এভাবে আপনি যেমন সমাজে কল্যাণকর কাজ করছেন তেমনই একইভাবে সরকারের আবগারি দপ্তর থেকে উদ্ভূত আয়ের পরিমাণ কমাচ্ছেন এবং সরকারকে একরকম অর্থনৈতিক অসহযোগিতা করছেন |  তাছাড়াও আপনি লোটারি (Lottery) এবং gambling addiction এর উপরও বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন | এর ফলে gambling এবং লটারির উপর মানুষের আগ্রহ ও আকর্ষণ কমবে এবং এবং দুর্নীতিগ্রস্ত সরকারের আয় কমবে | এখানেও আপনি মানবহিতৈষী এবং দুর্নীতিগ্রস্ত সরকার বিরোধী অভিযান চালু রাখলেন |

তাছাড়া অর্থনৈতিক অবরোধ করার জন্য প্রাচীন বিনিময় প্রথাকে ফিরিয়ে আনতে পারেন | এক্ষেত্রে আপনার বিনিময় বা ট্রানজেকশন কারোর নজরে আসবে না | আরো বিশদে বলতে গেলে আপনার কাছে যে জিনিস আছে তা অন্যদের দিন, বিনিময়ে অন্যের কাছ থেকে আপনার যে জিনিসের প্রয়োজন তা সংগ্রহ করুন- কোনরকম অর্থনৈতিক লেনদেন ছাড়া | তাছাড়া অন্যান্য খরচ যেমন ইলেকট্রিক বিল, টেলিফোন বিল যতটা সম্ভব কম করা যায় তার চেষ্টা করুন | সচেতন থাকুন বিভিন্ন রকমের ফাইন যেমন ট্রাফিক ফাইন, টোল ট্যাক্স, মালপত্র পরিবহনের ফাইন এবং অন্যান্য উপায় যেগুলি থেকে অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত সরকারের অর্থ উপার্জন করে |       

সামাজিক সচেতনতা

আপনি যে অঞ্চলে বসবাস করেন বা যতটা অঞ্চল পর্যন্ত আপনি প্রভাব বিস্তার করতে পারবেন সেখানকার মানব সম্পদকে (sampling) স্যাম্পলিং এর মাধ্যমে কয়েকটি ক্লাস (Class) এবং ক্লাস্টারে (Cluster) ভেঙে ফেলুন | এক্ষেত্রে আপনি বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা, জীবন যাত্রার মান এবং অর্থনৈতিক অবস্থাকে মাপকাঠি করতে পারেন | আপনি নিঃসন্দেহে কতগুলি Class, Cluster এবং Peer Group- এ গ্রুপে ভেঙে ফেলতে পারেন ওই অঞ্চলের সমগ্র মানব সম্পদকে | এরপর বিভিন্ন কমিউনিটি রিলেশন (community relation  এবং সোশ্যাল রেস্পন্সিবিলিটি (Social Responsibility) প্রোগ্রামের মাধ্যমে আপনি তাদের ঘনিষ্ঠ হতে পারেন এবং তাদেরকে আপনার মন্ত্রে ও ভাবধারায় উদ্বুদ্ধ করে ফেলতে পারেন | প্রত্যেক Class, Cluster এবং Peer Group এর জন্য আপনি নেতা বা Opinion Leader তৈরি করতে পারেন  এবং আপনার মেসেজ কে দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য, জনমত গঠনের জন্য, ভালো communication  (যোগাযোগ) এবং coordination (সমন্বয়) এর জন্য আপনি এদের ব্যবহার করতে পারবেন | এদের মাধ্যমে আপনি ওই অঞ্চলের সমগ্র এবং এবং প্রত্যেকটি মানুষকে সরকারের দুর্নীতি, জনবিরোধী নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সতর্ক ও সরব করে তুলতে পারবেন |

সাংস্কৃতিক সচেতনতা

বিভিন্ন রকমের সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলিতে লোকশিক্ষা ও জনমত তৈরি হয় তার আয়োজন করুন | যাত্রা, থিয়েটার, নাটক, নাটিকা ইত্যাদির মাধ্যমে কুইনাইন কে sugar coating করে উপস্থাপন করুন | এই সাংস্কৃতিক অনুষ্ঠান গুলির মধ্য দিয়ে দিয়ে জনগণকে দুর্নীতিগ্রস্ত সরকারের দুর্নীতি, জনবিরোধী নীতি এবং সস্তা ভোটের রাজনীতির বিরুদ্ধে অবগত ও সচেতন করুন এবং প্রতিবাদী করে তুলুন | এভাবে আপনি Informed people থেকে knowledge people এবং aware people তৈরি  করতে পারবেন যা কিনা good voter হিসাবে informed decision নিতে সাহায্য করবে এবং নতুন স্বচ্ছ সরকার গঠনে সহায়তা করবে |

Written by

Suman Jalal

Founder-Creative Web Design Experts & Freelance Content Writers in India

Wednesday 10 July 2024

কেন বিনিয়োগ এবং শিল্প পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে?

আপনারা যারা নিয়মিত খবর দেখেন বা খবরাখবর রাখেন নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের পরিবেশ এখন মোটেই শিল্পবান্ধব নয় | এটি এমন একটি রাজ্যে পরিণত হয়েছে যে এখানে নতুন কোন শিল্প বা বিনিয়োগ আসে না | বরঞ্চ হাতেগোনা যে কটি শিল্প বা কলকারখানা ছিল তারাও কারখানায় তালা লাগিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যের চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বন্ধ হয়ে যাওয়া ইউনিট ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে নতুন করে খোলার জন্য | সিঙ্গুরের টাটা থেকে শুরু করে হলদিয়ার ABJ পর্যন্ত চলে যাওয়ার এরকম অনেক উদাহরণ আছে | Britannia এবং ECL কারখানা একই দিনে বন্ধ হয়ে যাওয়া- ওই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন | কিন্তু প্রশ্ন হল কেন এমনটা হচ্ছে? আমরা যদি একটু গভীরে গিয়ে এর কারণ খুঁজতে যাই তাহলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ উঠে আসে |

পশ্চিমবঙ্গে ব্যবসা করা, বিনিয়োগ করা এবং উৎপাদন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদজনক

লোকাল সিন্ডিকেট  এবং শাসক দলের নিচু তলার নেতাদের মদদপুষ্ট গুন্ডা বাহিনীর দাপট পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগের পরিস্থিতি এবং সম্ভাবনাকে অত্যন্ত প্রতিকূল এবং বিপজ্জনক করে তুলেছে | শিল্পপতিদের নিয়মিত হুমকি দিয়ে টাকা আদায়, ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত তলা তোলা, শ্রমিকদের প্ররোচিত ও উত্যক্ত করে তাদের ধর্মঘটে নামানো, এবং কারখানা নির্মাণে বাধা দিয়ে পয়সা আদায়ের নেশা শিল্পপতি, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের আতঙ্কিত করে তুলেছে | তাই তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ, শিল্প স্থাপন, উৎপাদন, এবং ব্যবসা করতে ভয় পাচ্ছে | পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত শিল্পগুলি যেমন পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে এবং যাচ্ছে, তেমনই নতুন করে শুরু হওয়া ক্ষুদ্রশিল্পগুলিও এইসব প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে তাদের বিল্ডিং এবং প্রজেক্ট সাইটগুলি অসম্পূর্ণ রেখেই পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের অন্য রাজ্যে নতুন করে কারখানা স্থাপন করছে বা স্থাপন করার কথা ভাবছে | কারখানায় উৎপাদন শুরুর অনেক আগেই যখন তারা কারখানার বিল্ডিং গুলি নির্মাণ করার প্রয়াস নিচ্ছেন লোকাল শাসক দলের নেতা এবং সিন্ডিকেট চক্র ঠিক করে দিয়ে যাচ্ছেন যে শিল্পপতিরা কাদের কাছ থেকে কাঁচামাল এবং অন্যান্য নির্মাণসামগ্রী (বালি, ইট, সিমেন্ট, রড) ক্রয় করবেন | তাই অনুন্নত মানের নির্মাণসামগ্রী হলেও তারা তারা লোকাল পার্টি এবং সিন্ডিকেটের ঠিক করে দেওয়া ব্যবসায়ী এবং ঠিকাদারের কাছ থেকে নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন | তাছাড়াও ব্যবসায়ী এবং শিল্পপতিরা লোকাল শাসক দলের নেতা ও সিন্ডিকেটের ঠিক করে দেওয়া লোকজন ও  নির্মাণ সংস্থা কারীদের দিয়েই কাজ করাতে বাধ্য হচ্ছেন | এর ফলে তারা পশ্চিমবঙ্গকে কারখানা নির্মাণের সঠিক জায়গা বলে বিবেচনা করছেন না | এইসব কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বহু ক্ষুদ্র এবং মাঝারি শিল্প শুরু হতে পারেনি | আমরা বাস্তবিকভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছি যখন আমরা বাঁকুড়া জেলাতে Creative Web Design Experts এর একটি নতুন করে ইউনিট খুলতে যাই | সেখানে শাসক দলের নিচুতলার নেতাকর্মীরা সরাসরি যুক্ত ছিল এবং তারা বড় অঙ্কের তোলা না পাওয়ায় আমাদের অফিস বিল্ডিং অনেকখানি ভেঙে দিয়েছিল | তাছাড়াও আমাদের কর্মচারীরা শাসক দলের নিয়মিত হুমকি, সন্ত্রাস ও আক্রমণের আক্রমণের শিকার হচ্ছিল | তাই বাধ্য হয়ে আমরা এই ইউনিটটি বন্ধ করে দিই | যে কোনো আগ্রহী ব্যক্তি বিশদে জানতে ও ওই সংক্রান্ত সমস্ত রকম নথি এবং কাগজপত্র খতিয়ে দেখে আমাদের অভিযোগের সত্যতা যাচাই করতে- সরাসরি ফোন করতে পারেন এই নাম্বার গুলিতে 9800842187/6291433677 | তাছাড়া আমাদের ইমেইল ও করতে পারেন  এই email আইডিতে sales@creativewebdesignexperts.com | আমাদের জানা আরো এরকম অনেক ঘটনা আছে বাঁকুড়া বিষ্ণুপুর এবং দুর্গাপুরের উপকণ্ঠে | যেখানে নতুন Entrepreneur, ব্যবসায়ী এবং শিল্পপতিরা উদ্যোগ নিয়ে বিনিয়োগ করতে চেয়েও সফল হননি এবং তাদের উৎপাদন শুরু করতে পারেননি | বাধ্য হয়ে তারা কারখানার বিল্ডিং এবং প্রজেক্ট সাইট গুলি অসম্পূর্ণ রেখে ওই শিল্পতালুক গুলি ছাড়তে বাধ্য হয় | এই পরিত্যক্ত বাড়ি গুলি এবং প্রজেক্ট সাইট গুলি বর্তমানে দুষ্কৃতকারী ও সমাজবিরোধীদের আড্ডা | এখান থেকেই তারা এখন নানারকম দুষ্কৃতি এবং অসামাজিক কার্যকলাপ চালায় |

দুর্বল এবং অনুন্নত পরিকাঠামো অশিল্পবান্ধব পরিবেশ

পশ্চিমবঙ্গে পরিকল্পিত ল্যান্ড ব্যাংকের অভাব (Land Bank), বিদ্যুৎ সরবরাহের অভাব (Lack of Power Supply) অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত কাঁচামালের যোগানের অভাব এবং সর্বোপরি কর্মনাশা পরিবেশ পরিস্থিতি পশ্চিমবঙ্গকে শিল্প এবং শিল্পপতিদের বধ্যভূমিতে পরিণত করেছে |

শিল্পবিরোধী কর্মসংস্কৃতি

আমরা বামফ্রন্ট সরকারের আমল থেকে উত্তরাধিকার সূত্রে এক কর্মনাশা সংস্কৃতি পেয়েছি যা বয়কট, বনধ, হরতাল, এবং ধর্মঘটের রাজনীতি ও সংস্কৃতিকে মদদ দেয় | তাই শ্রমিক বিক্ষোভের জেরে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলে বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গকে একটি শিল্প বিরোধী রাজ্য হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে | তাই বহু ভারী শিল্প পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে ভয় পায় |

দক্ষ শ্রমিক মেধার অভাব

পশ্চিমবঙ্গের উন্নত মানের কলকারখানা, ভারী শিল্প, অনুসারী শিল্প এবং উপযুক্ত কাজের পরিবেশ না থাকায় পশ্চিমবঙ্গের মানুষের উপযুক্ত জায়গায় কাজ করা, কাজ শেখা এবং কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে দক্ষ শ্রমিক হয়ে ওঠার কোন সুযোগ নেই | কোনো প্রফেশনাল ট্রেনিং এবং কাজের অভিজ্ঞতা না থাকায় পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক কখনোই পাওয়া যাচ্ছে না |

প্রতিকূল পরিস্থিতি এবং কর্মনাশা সংস্কৃতির কারণে তরুণ মেধা (young talent) পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে | মেধাবী ছাত্র-ছাত্রী এবং ভাবি এন্টারপ্রেনার তাদের পড়াশুনা সম্পূর্ণ করে- আর পশ্চিমবঙ্গে ফিরছে না | তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রতিষ্ঠিত (settle) হয়ে যাচ্ছে |

বেকার সমস্যা

পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ না থাকায় এখানে বেকার সমস্যা প্রবলভাবে রয়েছে | পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকাররা নিরুপায় হয়ে সিন্ডিকেট, রাজনৈতিক ছত্রছায়া, ও তোলাবাজিকে রোজগারের একমাত্র একমাত্র রোজগারের পথ হিসেবে বেছে নিচ্ছে | তারা রোজগারের জন্য রাজনৈতিক দলগুলির উপর অনেকখানি নির্ভরশীল হয়ে পড়ছে | সব মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটা এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে বিনিয়োগ, শিল্পস্থাপন এবং উৎপাদন অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে |

তাই কিছু উঁচু তলার রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলেও আইন-শৃঙ্খলার অবনতি, নিচু তলার নেতা এবং সিন্ডিকেট গুলির উপর নিয়ন্ত্রণ না থাকায়-পশ্চিমবঙ্গ এখন শিল্প এবং শিল্পপতিদের বধ্যভূমিতে পরিণত হয়েছে |


Tuesday 9 July 2024

Need Web Content Writers

Have you just finished the web design and web development part of your website? Do you want to promote it now and get enough business from it? If yes, you are at the right destination to know how to do it. What you need to consider first to meet it perfectly is digital marketing services. Digital marketing will help you increase your website visibility, drive enough traffic and generate genuine leads.   Without digital marketing, your website will get lost in the Atlantic of the World Wide Web. Nobody will get a trace of it. Like a small fish, it will be spotless in the huge ocean of the World Wide Web. Therefore, you must use digital marketing to give your website a significant facelift. What emerges as the most important and strongest component of digital marketing is content writing. Quality content is the king. Therefore, at the very beginning of the digital marketing process, you need to have high-quality web content written by a professional web content writer.

Why do you require professional web content writers?

Professional web content writers know well about LSI keywords, high search volume words related to your business, keyword dentistry, keyword proximity, keyword prominence, keyword mapping, readability index and many like these that become important ranking factors in SERPs (search engine result pages) of major search engines. They are well aware of what major search engines like. Expert web content writers keep them updated with various algorithm updates released by Google- as this search engine giant occupies 91.05% of the market share.  Therefore, getting a good position on it increases your chance of getting more business. Expert web content developers can write well as per algorithm choice, including relevant words, related key phrases, and parallel search terms that can bring your web content to a good position- even in featured snippets. Moreover, they must have amazing skills to write meta titles, meta descriptions, and other SEO matters with perfect permutations and combinations to bring your website atop of the SERPs of major search engines or closer to ranking #1 on Google and your target audience. 

Looking for web content writers

If you are seeking expert web content developers, you need to be sure that they are well aware of these web content writing factors. They must have sound writing skills and profound knowledge of how to write, edit, position, and distribute content in various channels where your target audiences, fans and followers wait for you. They must have a proper understanding of how to develop engaging, motivating, manipulative, and informative content to bring your brand closer to your targeted audiences and motivate them to take your desired actions.

What more do you need to consider while seeking content writers?

Apart from the points mentioned in the above paragraph, you should consider other factors like years of experience, specialized areas and industry knowledge. They must have adequate knowledge about the industry you belong to. You can ask for sample content, portfolio or previous work samples when you want to hire a professional content development expert.   

These are the rules of thumb to follow when you seek professional writers for your digital marketing projects. Follow these well to meet your purposes righteously.